Home / চাঁদপুর / চাঁদপুরে নদী থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
চাঁদপুরে নদী থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুরে নদী থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের ঢালিরঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে শুভাগত সাহা চঞ্চলের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

চঞ্চল মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের নারায়ণ সাহার ছেলে। চাঁদপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র চঞ্চল শহরের কোড়ালিয়া রোড সাহা বাড়িতে ভাড়া থাকতো।

পুলিশ জানায়, ১ ডিসেম্বর রাত ১টা ৪০ মিনিটে অজ্ঞাত বন্ধুর ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয় চঞ্চল। এরপর থেকে সে নিখোঁজ। ধারণা করা হচ্ছে অজ্ঞাত বন্ধুসহ দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। বিকেলে নদীতে মৃতদেহ ভাসতে দেখে নৌকার মাঝিরা মডেল থানায় খবর দেয়। পরে রাত ৯টার দিকে চঞ্চলের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ছাত্রের মরদেহ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্পেশাল করেসপন্ডেন্ট ।। আপডেট : ১১:৪০ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

ডিএইচ