চাঁদপুরে নদী রক্ষায় জনসচেতনতা ও উদ্ধুধ্বকরণ র্যালী করার বিষয়ে গঠিত উপ-কমিটির সভা বুধবার (০৪ মে) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হাই বলেন, নদীর পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। নদীতে আর্বজনা ফেলা বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে।
নদীরক্ষায় উদ্ভুদ্ধকরণে হাসান আলী স্কুলের মাঠ থেকে র্যালীটি বড় স্টেশন মোলহেডে শেষ হবে। সেখানে অতিথিবৃন্দ বক্তব্য শেষে ২য় দফা নদী পথে ইঞ্জিনচালিত নৌকা সহ বিভিন্ন নৌ-যানের মাধ্যমে আবার র্যালী হওয়ার কথা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (আর ডি সি) শেখ আব্দুল্লাহ সাদীদের পরিচলনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, বি আই ডব্লিউ টি এর উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, যুব কল্যান সংস্থার সভাপতি মজিবুর রহমান, জেলা শীল্পকলা একাডেমির কালচার অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ নৌ-পুলিশের পরিদর্শক আবুল হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল হাসান তালুকদার, নদী রক্ষা কমিটির সদস্য মো. সাইফুদ্দিন বাবু প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে আরো একাধিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আনোয়ারুল হক[/author]