Home / চাঁদপুর / চাঁদপুরে নতুন ব্যবস্থাপনায় বারাকাহ হাসপাতালের উদ্বোধন
চাঁদপুরে নতুন ব্যবস্থাপনায় বারাকাহ হাসপাতালের উদ্বোধন

চাঁদপুরে নতুন ব্যবস্থাপনায় বারাকাহ হাসপাতালের উদ্বোধন

চাঁদপুরে নব-ব্যবস্থাপনায় এবং অধুনিক প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা ও মনোরম পরিবেশে পথচলা শুরু হলো বারাকাহ হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের।

বৃহস্পতিববার (২৬ অক্টোবর) সকালে শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়াম রোডে অবস্থিত এ হাসপাতালটির নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু’র উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া শেষে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নতুন পথচলার বর্নাঢ্য আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. শফিকুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. এস এম সহিদুল্লাহ, জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, বিএম এর সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ডা. এ কিউ রুহুল আমিন।

হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, পৌর কাউন্সিলর হাবিব দর্জি, সোসাল ইসলামী ব্যাংকের এস ভিপি ফজলুর রহমান মানিক বিশিষ্ট চিকিৎসক ডা. সাইফুল ইসলাম সোহেল, বিশিষ্ট চিকিৎসক ডা. মিজানুর রহমান, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, ইউনাইটেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রবিন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. সফিকুল ইসলাম. বিশিষ্ট রাজনীতিবীদ সালাউদ্দিন বাবার, চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শুকদেব রায়, মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার হাওলাদার, যুবলীগ নেতা শামীম সরকার, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, আরিফ খন্দকার প্রমুখ ।

আগত অতিথিদের অভ্যর্থনায় ছিলেন হাসপাতাল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এম এ লতিফ, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন আলম, ডি এমডি দুলাল রায়, পরিচালক নান্নু মিয়া হাওলাদার, জামাল হোসেন, মনির মাল, সাগর খান, মজিবুর রহামন, জিহাদুল ইসলাম, মেরিনা শাহীনসহ অন্যান্যরা ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিন তরপুরচন্ডী শাহ সূফী হাফেজ মমতাজ উদ্দিন দেওয়ান রহঃ মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হযরত মাও. আব্দুল ওয়াদুদ।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ৯ : ২৫ পিএম, ২৬ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Leave a Reply