চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ও মেহেদী উৎসব প্রতিযোগিতা–২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ২য় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ নুরুল হক কমলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারন সম্পাদক জহির উদ্দিন বাবর, অনুপম নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ কার্তিক সরকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব ছায়েদ লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, ও তানিয়া আক্তার নিশাত।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে চাঁদপুরের তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও খেলাধুলার চেতনায় উজ্জীবিত করে আসছে। ৩৫ বছর ধরে এই সংগঠন স্থানীয় শিল্পী, ক্রীড়াবিদ ও তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময় নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার/ ৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur