চাঁদপুর

চাঁদপুরে নজরুল গবেষণা পরিষদ’র উদ্যোগে সূচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে নজরুল গবেষণা পরিষদের উদ্যোগে ৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় শের-এ-বাংলা রোডে অবস্থিত নজরুল গবেষণা পরিষদের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে এক সূচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চাঁদপুরে গবেষণা পরিষদের প্রতিষ্ঠা মরহুম এডভোকেট লুৎফর রহমান খানের কনিষ্ঠ পুত্র প্রভাষক মো.ওয়ালিদ হোসেন খান ।

ডিসেম্বর মাসের কোনো একদিক দিন আরেকটি সভায় নজরুল গবেষণা পরিষদের পুনরুজ্জীবিত নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে । পরিঘদের লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনাবলী,নজরুল নামের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন,বাংলা সাহিত্যের তাঁর অবদান,কবি নজরুলকে নিয়ে গবেষণা, শিক্ষায় বিভিন্ন কাব্য-প্রবন্ধ- গান,গজল উপন্যাস, গল্পের মূল্যায়নসহ সামগ্রিক বিষয় চাঁদপুরের আগামি প্রজন্মের কাছে কবি নজরুলকে তুলে ধরতে গবেষণা পরিষদ কর্তৃক উদ্যোগ নেয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক ও গণমাধ্যম কর্মী আবদুুল গনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের প্রফেসর মো.মোশারফ হোসেন খান,কবি ও লেখক জাহাঙ্গীর হোসেন, লেখক মো.ফরিদ হাসান, লেখক রফিকুজ্জামান রণি, মোখলেসুর রহমান ভূঁইয়া,প্রভাষক হাসান ইমাম,মোহাম্মদ নূরে আলম পাটোয়ারী, গণমাধ্যমকর্মী আনোয়ারুল হক ও চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র মো. কাউছার জমাদার।

করেসপন্ডেন্ট , ৭ ডিসেম্বর ২০২০

Share