চাঁদপুরে ২০২২-’২৩ মৌসুমে বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১ হাজার ১শ ৮৬ মে.টন। এর মাধ্য ধান হলো ৩ হাজার ৩শ ৬১ মে.টন এবং চার হলো ৭ হাজার ৮শ ২৫ মে.টন্। ২৪ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৫শ ২৫ মে.টন । এর মধ্যে ধান ৩ হাজার ৩শ ৬১ মে.টন এবং চাল ৭শ ৮ শ ২৫ মে.টন।
এ সব ধান-চাল ক্রয়ে সরকারিভাবে ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে একটি পরিপত্রও জারি করা হয়েছিল ।
চাঁদপুর জেলা খাদ্য অফিসে জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে ২৪ মাচ দুপুরে এ তথ্য জানান ।
প্রাপ্ত তথ্য মতে,চলতি আমন মৌসুমে সরকার খোলাবাজার বা জেলার ১৬ জন মিলারদের কাছ থেকে থেকে ৩০ টাকা কেজি দরে ধান এবং ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয় করবে। যা ৩১ আগস্ট ২০২৩ সাল পর্যন্ত ক্রয় করার সর্বশেষ তারিখ। এ ক্ষ্যত্রে আরো ১মাস যা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তারিখ বাড়ানো হয়েছে ।
চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানায় ‘সরকারি নির্দেশিত নিয়মে জেলা-উপজেলা কমিটি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং নিবন্ধিত মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করে থাকে।’
৮ উপজেলায় আটটি উপজেলা কমিটি এবং চাঁদপুর জেলায় একটি জেলা কমিটি রয়েছে। উপজেলা কমিটি সরকারি নির্দেশনা মতে প্রতি বছরই ধান ও চাল সংগ্রহ করে থাকে ।
আবদুল গনি ,
২৪ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur