চাঁদপুরে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের আহ্বান

চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড, মাদ্রাসা রোড, টিলা বাড়ি ও লঞ্চ ঘাট এলাকায় ধারাবাহিকভাবে এ গণসংযোগ পরিচালনা করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা হযরত আলী, মাওলানা খবির উদ্দিন, মাওলানা আমিনুল্লাহসহ জমিয়ত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ ও সচেতন নাগরিক।

গণসংযোগ শেষে বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম বলেন, “আগামী ১২ তারিখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন শুধু একজন প্রার্থী নয়, বরং দেশের গণতন্ত্র, ইসলামি মূল্যবোধ ও মানুষের ভোটের অধিকার নির্ধারিত হবে। আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “শেখ ফরিদ আহমেদ মানিক একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে চাঁদপুরের মানুষের ন্যায্য অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মর্যাদা, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। তাই এ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।”

তিনি সকল ভোটারকে কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনে না পড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।”

নিজস্ব প্রতিবেদক/
২৭ জানুয়ারি ২০২৬