চাঁদপুরে ধানের শীষের পক্ষে গণমিছিল করেছে জেলা জমিয়তে ওলামায়ে ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সেক্রেটারি মাওলানা শরিফ বিল্লাহ।
মিছিল শেষে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। তিনি বলেন, জমিয়ত দেশের বড় বড় আলেম ও কওমি মাদরাসাভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন। কওমি মাদরাসা ও জমিয়ত মূল ইসলামের ধারক ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শরিফ বিল্লাহ কাসেমী, যুব জমিয়তের সদস্য মাওলানা মাজহারুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি সাব্বির আহমেদ, ছাত্র জমিয়ত জেলা সেক্রেটারি নুরুল আমীন, ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক/
২৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur