চাঁদপুর সদর উপজেলার ভাটের গাঁও গ্রামের এক কিশোরীকে ধর্ষণের অভিযুক্ত মামলার আসামী জুয়েল পাটওয়ারী (২২) কে শুক্রবার (৩ মার্চ) সকালে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
সে সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের মোঃ হোসেন পাটওয়ারীর ছেলে।
থানার এস আই রাশেদুজ্জামান সর্ঙ্গীয়ফোর্স নিয়ে চাঁদপুর শহরের ষোলঘরস্থ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে আটক করেন।
জানাযায় শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটের গাঁও এলাকার ১৪ বছর বয়সী মেয়ে মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে জুয়েল পাটওয়ারী (২২) নামের যুবক তাকে নিয়ে এক সপ্তাহ আগে পালিয়ে যায়।
এদিকে তার পরিবার তার কোন সন্ধান না পেয়ে বিষয়টি রামপুর ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করেন।
পরে গত ৩/৪ দিন আগে চেয়ারম্যানের হস্তক্ষেপে ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এবং বৃহস্পতিবার ওই মাদ্রাসা ছাত্রীর পিতা সিরাজ খান বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার এস আই রাশেদুজ্জামান জানান ‘বৃহস্পতিবার দিন মেয়ের পিতা সিরাজ খান বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি পুলিশ সুপার মহোদয় জানেন। পরে খবর পেয়ে শুক্রবার সকালে ষোলঘর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং তাকে চাঁদপুর আদালতে তাকে প্রেরণ করা হয়।’
কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০৫: ০০ এএম, ০৪ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur