Home / চাঁদপুর / রমজানে দ্রব্যমূল্য ঊধ্বগতিরোধে চাঁদপুরে মোবাইল কোর্ট থাকবে
Ayen-srinkhola-shova

রমজানে দ্রব্যমূল্য ঊধ্বগতিরোধে চাঁদপুরে মোবাইল কোর্ট থাকবে

আসন্ন রমজানে দ্রব্যমূলে ঊর্দ্ধগতি রোধে মোবাইল কোর্ট পরিচালনা আরো জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (১৩ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল হাসানের সভাপতিত্বে সভার শুরুতে গত মাসে (এপ্রিল) জেলার আইনশৃঙ্খলা ও বিভিন্ন অগ্রগতির বিষয়ে অবহিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান দাফতরিক কাজে ঢাকায় থাকায় তিনি সভায় উপস্থিত ছিলেন না।

এদিন জেলার বিভিন্ন দপ্তর কর্মকর্তাদের উপস্থিতি কম হওয়ায় অল্প সময়ের মধ্যে সভা শেষ হয়। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নারী মুক্তিযোদ্ধা ড. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। সভাপতির বক্তব্যে মোঃ মাইনুল হাসান বলেন, বিগত সময়ের চেয়ে বর্তমানে জেলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভাল রয়েছে।

এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সকলে মিলেমিশে স্ব-স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। সকল উপজেলায় মোবাইল কোট পরিচালনা অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন- চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এ মতিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সফিকুল ইসলাম, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাগণ ও সরকারি বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Leave a Reply