চাঁদপুরে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিজিটাল এলইডি বোর্ড রোববার (৫ জুন) সকালে শহরের পুরাণজারে স্থাপন করা হয়েছে।
এলইডি বোর্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
তিনি বলেন, সরকার ডিজিট্যাল বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে এখানে যে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের ডিজিটাল এলইডি বোর্ড স্থাপন করা হয়েছে। এর লিংক জেলা প্রশাসকের ওয়েব পোর্টালে দেয়া হবে। যাতে করে সাধারণ মানুষ ঘরে বসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে সম্পর্কে জানতে পারে।
তিনি বলেন ব্যবসা হলো পবিত্র বিষয়। তাই আপনারা যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমার অনুরোধ দয়া করে অনৈতিক অর্থ উপার্যন করবেন না।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
]প্রতিবেদন- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৩০ পিএম, ৫ জুন ২০১৬, রোববার
ডিএইচ