চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের চৌরাস্তা এলাকার দেলোয়ার হোসেন দেলু খলিফাকে শারীরিক নির্যাতন ও বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে ২য় স্ত্রীর বিরুদ্ধে। নিহত দেলুর সাথে দীর্ঘদিন ধরে স্ত্রীর নির্যাতন চলছিল। দেলু আদালতে মামলা করে দেনমোহর মিটিয়ে স্ত্রী সুমি আক্তারের সঙ্গে তালাক নিয়েছিলেন। তবে তার সেই পারিবারিক অশান্তি শেষ হয়নি।
পরিবারের অভিযোগ অনুযায়ী, দেলুকে ডেকে নিয়ে সুমি মারধর করেন, শিকল দিয়ে বেঁধে রাখেন এবং কীটনাশক খাইয়ে রাস্তায় ফেলে দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় দেলু মারা যান।
নিহতের পরিবার ও সহকর্মীরা ঘটনার বিচার দাবি করেছেন। দেলু চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদির মৃত আলী আকবর খলিফার ছেলে এবং দীর্ঘদিন ধরে স্থানীয় এক মালিকের অ্যাম্বুলেন্স চালাতেন। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত স্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে এবং জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মর্মান্তিকভাবে, যে অ্যাম্বুলেন্সটি দেলু এতদিন চালাতেন, সেটিতেই শেষবার বহন করা হয়েছে তার দেহ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ৩০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur