চাঁদপুরে দৈনিক সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ বৃহস্পতিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেককাটার মধ্যদিয়ে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সময়ের আলো’র তিন বছরের সফলতার অগ্রযাত্রা তুলে ধরে বক্তব্য রাখেন পত্রিকার চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, রিয়াদ ফেরদৌস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর কোর্টস্টেশনের মাস্টার আবু কাউসার, ডিবিসি নিউজের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, সময়ের আলো কচুয়া উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি এস এম ইকবাল, চাঁদপুর প্রবাহের সিনিয়র রিপোর্টার শাওন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধিনের সিনিয়র রিপোর্টার অভিজিত রায়, ইলশেপাড়ের সহকারী বার্তা সম্পাদক এস এম সোহেল, চাঁদপুর দর্পনের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম অনিক, চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেনঅন্যান্য সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য এবং তথ্যবহুল পরিচ্ছন্ন সংবাদ পরিবেশন করছে। শুরু থেকে অনেক জনপ্রিয় এবং অনুসন্ধানি প্রতিবেদন করেছে। সময়ের আলোর মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও অনুন্ধানি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সময়ের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী।
স্টাফ করেসপন্ডেট, ২ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur