Home / চাঁদপুর / চাঁদপুরে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Chandpur-Desh-Rupantor

চাঁদপুরে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দেশের শীর্ষস্থানীয় ‘দৈনিক দেশ রূপান্তর’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিরবিয়া জীবন, অধ্যাপক জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী,শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বিদায়ী সভাপতি একে আজাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কেএম মাসুদ, বৈশাখী টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ ফটোগ্রাফার বাদল মজুমদার, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক দেশ রূপান্তরের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের।বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাত্র দু’বছরের মধ্যেই দেশ রূপান্তর ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে। ভালো ভালো সংবাদ পরিবেশন করছেন।

খুরধার লিখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরছেন। অল্প সময়ের মধ্যেই দৈনিক দেশ রূপান্তর হয়ে উঠেছে সত্যিকারের গণমানুষের মুখপাত্র। আশাকরি তাদের এ স্রোতধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দৈনিক দেশ রূপান্তরে কর্মরত সকল সাংবাদিক ও কলাকূশলীদের প্রতি শুভেচ্ছা রইলো। দেশ রূপান্তর ভবিষ্যতেও আরো অনেক ভালো ভালো সংবাদ পরিবেশন করবে বলে আমরা বিশ্বাস করি।

করেসপন্ডেন্ট , ২০ ডিসেম্বর ২০০২