চাঁদপুর শহরের পুরাণবাজারে দেড় হাজার কেজি জাটকাসহ শফিকুল বেপারী (২০) ও সাগর মিয়া (৩৪) নামের ২ জনকে আটক করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ।
১৯ মার্চ শুক্রবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পুরাণবাজারের দোকানঘর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে থাকা ১১ ড্রাম জাটকা (আনুমানিক দেড় হাজার কেজি) জব্দ করা হয়। এ সময় গাড়ির চালকসহ ২ জনকে আটক করা হয়। জাটকাগুলো ঢাকার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিলো।
জানা যায়, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা থেকে দোকানঘর এলাকায় ওঁৎ পেতে থাকে পুলিশ। পরে ভোর সাড়ে ৪টায় দোকানঘর এলাকায় পিকআপ ভ্যানে মাছগুলো পাচারকালে পুলিশ তাদের আটক করে। এ সময় ১১ ড্রাম জাটকাসহ ২ জনকে আটক করা হয়।
সকাল ১১টায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে শহরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় মাছগুলো বিতরণ করা হয়।
এ ব্যপারে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জাটকা বিরোধী অভিযানে পুলিশ বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। শুক্রবার ভোরে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে দেড় টন জাটকাসহ ২ জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, মৎস্য দপ্তরের ফিল্ড এ্যাসেসটেন্ট মোঃ রিয়াজুর রহমান। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট ,১৯ মার্চ ২০২১