চাঁদপুরে দেড় লাখ ‘১০ টাকা’ ব্যাংক হিসাব নিষ্ক্রীয়

চাঁদপুরে ব্যাংকগুলোতে দেড় লক্ষাধিক ‘১০ টাকার’ অ্যকাউন্ট নিষ্ক্রীয় হয়ে আছে। ওইসব অ্যাকাউন্টগুলোতে লেন-দেনও হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশে চাঁদপুরের সোনালী, অগ্রণী, জনতা ও কৃষি ব্যাংকের ৮০ টি শাখায় ওই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিলো বলে সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে।

কৃষিঋণ  ও কৃষি উপকরণ ক্রয়ের টাকা, কৃষি ভর্তূকী,  বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক, প্রবাসীদের  টাকা প্রেরণ ও  অন্যান্য সামাজিক নিরাপত্তামূলক ভাতার টাকা ওই  হিসাবের মাধ্যমে লেন-দেনের জন্য এ  আদেশ দেন  বলে অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

কিন্তু এ সব অ্যকাউন্টগুলোতে তেমন কোনো লেনদেন হচ্ছে না। এ ছাড়াও প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় অন্য সঞ্চয় হিসাব  ও কেউ কেউ  মোবাইল ব্যাংকিং অথবা অন লাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সংশ্লিষ্ট  ব্যাংকের আঞ্চলিক কার্যালয় সূত্র জানা যায়, অগ্রণী ব্যাংকের ১৭টি শাখায় ১৭ হাজার ৪শ’৮৩ টি, বাংলাদেশ কৃষি  ব্যাংকের ২৮ টি শাখায় ৮৯ হাজার ৪শ’ ৪৫ টি, জনতা ব্যাংকের ১৫টি শাখায় ১২ হাজার ৪শ’৮১টি এবং সোনালী ব্যাংকের ২০ টি ৩৯ হাজার ১৪ টি হিসাব খোলা হয়েছে।

]আবদুল গনি

:  আপডেট, বাংলাদেশ সময় ৮:৩৯ পিএম,  ২২ মে  ২০১৬, রোববার

ডিএইচ

Share