চাঁদপুরে ১ হাজার পাঁচশ’ ৬০ পিস ইয়াবাসহ মোঃ খোকন মিজি(৫২) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ । ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত খোকনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
খোকন মিজি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মৃত হানিফ মিজির ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পৌর ১৩নং পৌর ওয়ার্ডস্থ ওয়ারলেস মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ রাকিবুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১ হাজার পাঁচশ ৬০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ৪৬ হাজার ৮০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খোকন জানায়, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় করে আসতেছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩২।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৯ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur