Home / চাঁদপুর / চাঁদপুরে কোথাও দুর্নীতি করার সুযোগ দিব না: শেখ ফরিদ আহমেদ মানিক
দুর্নীতি

চাঁদপুরে কোথাও দুর্নীতি করার সুযোগ দিব না: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা ও সোয়া ৭টায় ওয়ার্ডে ব্যাংক কলোনী মডান শিশু একাডেমী প্রাঙ্গনে ও জিটি রোডস্থ বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স মাঠে উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদের এখানে ছোটখাটো ক্লিনিক হবে যেখানে দুইজন ডাক্তার ও নার্স থাকবে। এই ক্লিনিকে আপনারা তাড়াতাড়ি স্বাস্থ্য সেবা পাবেন। এটা আমাদের নেতা তারেক রহমানের ভালো পদক্ষেপ। এটা জনগণের জন্য পদক্ষেপ। আপনারা যদি ধানের শীষার প্রাথীকে ভোট দেন তাহলে আগামী দিনে পৌরসভার ১৫নং ওয়ার্ডকে সুন্দর ভাবে আপনাদের সাথে আলোচনা করে কোথায় কি কাজ করতে হবে সেটা আমরা করে দেব।

তিনি আরো বলেন, বাংলাদেশের যেন দুর্নীতি না হয় সেজন্য আমরা সবাই মিলে কাজ করব। আল্লাহতালা যদি আমাকে জনগণের সুযোগ দেয়। আমি চাঁদপুরে কোথাও দুর্নীতি করার সুযোগ দিব না। আপনারা শুধু দোয়া করেন দুনীতিতিমুক্ত সমাজ তারেক রহমানের স্লোগান আমরা চাঁদপুর থেকে আরম্ভ করতে চাই আপনাদের সহযোগীতায়।

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশাদের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউল করিম মানিক, সাধারণ সম্পাদক আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ১৫নং ওয়ার্ড যুবদলের ওমর ফারুক, সাধারণ সম্পাদক সোহেল রানা বিল্লালসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ওয়ার্ড জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

স্টাফ রিপোর্টার/
২৮ জানুয়ারি ২০২৬