চাঁদপুর

চাঁদপুরে দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

শরতের আগমন ও বাতাসে শুভ্র কাশফুলের দোল খাওয়া সবাইকে স্মরণ করিয়ে দেয় দেবী দুর্গার আগমনী বার্তা। সামনেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে চাঁদপুরে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে প্রতিমালয়গুলোতে।

বাঁশ, খড় ও মাটি দিয়ে আপন মনে দেবী দুর্গার রূপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাজ করছেন কারিগররা। কোনো কোনো মন্ডপে এখনো কাঁচামাটির প্রতিমা বানানো হচ্ছে।

আবার কোনো মন্ডপে মাটির প্রতিমার উপর সাদা প্রলেপ দেওয়া হয়েছে। তবে রঙের কাজ এখনও বাকি। কয়েকদিন পরেই শিল্পীর রং-তুলির আঁচড়ে সাজানো হবে দেবী দুর্গাকে।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, এ বছর ২০৪টি মন্ডপে পূজা উদযাপনের তালিকা জমা পড়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর পূজা উদযাপনে কিছুটা ভিন্নতা থাকবে। কোনো ধরণের সাউন্ড সিস্টেম ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে উদযাপিত হবে এ বছরের শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর বোধন বা অদিবাস পূজার মাধ্যমে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গাপূজা। ২৬ অক্টোবর বিজয় দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসেবর।

চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় প্রতিমা তৈরির কারিগর বিশ^নাথ পাল জানান, প্রতিমা তৈরির কাজে পারিশ্রমিকের চেয়ে নিজের ধর্মীয় আবেগটা বেশি কাজ করে। তাই এই কাজে কোনো একঘেঁয়েমি আসে না। সময়ের বিবর্তনে বাপ-দাদার ঐতিহ্য রক্ষার দায়িত্ব পালন করছি। তাই এই কাজে লাভ-লোকসান নিয়ে চিন্তা করি না। ভক্তিদিয়ে কাজ করার চেষ্টা করি।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,৩০ সেপ্টেম্বর ২০২০

Share