আশিক বিন রহিম:
আসন্ন দুর্গাপূজা উদযাপনকল্পে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, জেলা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার শেখ নুরুজ্জামান, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, বর্তমান কমিটির আহ্বায়ক প্রফেসর রনজিত রায় চৌধুরী, সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, হরিভোলা মন্দির কমিটির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটোয়ারী। এছাড়াও মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পুজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে এবারের আসন্ন দুর্গাপুজা অত্যন্ত শন্তিপূর্নভাবে উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে চাই। আজকের এই মতবিনিময় সভায় আপনারা যে পরামর্শ দিয়েছেন তা বাস্তবায়নের চেষ্টা করবো। আপনাদের কাছে আমার অনুরোধ যা সংযমের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করবেন। এবারে শান্তির্পর্ন পরিবেশে দুর্গাপুজা উদযাপনে প্রশাসনের নিরাপত্তা থাকবে।
তিনি আরো বলেন, অতিথের চেয়ে এখন পুজার ব্যয় এবং মানও বেড়েছে। সরকারও সহায়তার বৃদ্ধি করা হয়েছে। এতে প্রমানিত হয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।