চাঁদপুরে ৩১৬ জন বিভিন্ন দূরোগ্য রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের অংশ হিসেবে ৫০ হাজার টাকা হারে ১ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, আমরা চেয়েছি কোন প্রকার হয়রানি ছাড়া সরকারের দেয়া এই অর্থ যেন আপনারা পান, তাই ব্যাংকের মাধ্যমে এই চেক প্রদান করা হলো। যারা এই রোগে আক্রান্ত তাদের অনেক টাকার প্রয়োজন হয়। সে তুলনায় হয়তো এই অর্থ অনেকটাই কম ,কিন্তু এ সময় এ অর্থ একটু হলেও আপনাদের কাজে আসবে তাই সরকার আপনাদের কাছে এই অর্থ পৌঁছে দিতে এই ব্যবস্থা গ্রহণ করেছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, সরকারে চলমান কাযক্রমের অংশ হিসেবে আজকে এখান থেকে ৩১৬ জনের মধ্যে ২১০ জনকে চেক প্রদান করা হচ্ছে। আর বাকীদের ব্যাংকে ইএফটির মাধ্যমে টাকা দেয়া হয়।
পরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৯ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur