চাঁদপুর শহরের ব্যাংক কলোনী ও কাচাঁ কলোনী এলাকার মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে ২ জনকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০দিনের সাজা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল )সকালে চাঁদপুর সদর মডেল থানার এস আই বাপন চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের জিটি রোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো শহরের ব্যাংক কলোনী এলাকার আব্দুর রহমান ওরফে টায়ার বাবুল (৪০) ও কাঁচা কলোনী এলাকার জামাল বেপারির ছেলে সুমন বেপারী (১৮)। আটকৃতদের জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্টেট্র উম্মে হাবীবা মীরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের সাজা প্রদান করেন।
পুলিশ জানায়, আটককৃতদের গাঁজা সেবন কালে তাদেরকে পুলিশ হাতেনাতে আটক করে।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৯: ২৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur