চাঁদপুর শহরের সিএনজি স্টেশন এলাকার মুক্তা ভিলার ৩য় তলা ও তার পাশের তালুকদার ভিলার ২য় তলার ফ্ল্যাটে বুধবার (৪ মে) গভীর রাতে পরিবারের সদস্যদের অচেতন করে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ওই দু’পরিবারের পাঁচ সদস্যকে অচেতন অবস্থায় চাদঁপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন পুরাণবাজারের ব্যবসায়ী জাকির হোসেন গোলজার (৫০) তার কন্যা জুমু আক্তার (১৭) ছেলে জুবায়ের হোসেন (১২), অপর পরিবারের আশিষ চক্রবর্তী (৪২) ও তার স্ত্রী মিলি চক্রবর্তী (৩৫)।
দু পরিবারের স্বজনরা জানায় বুধবার রাতে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তারা কেউই ঘুম থেকে না উঠায় পাশের ফ্ল্যটের লোকজন খবর নিয়ে জানতে পারেন তারা অচতেন হয়ে আছে এবং তাদের ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। বাসার জানালার গ্রিল ভাঙা।
আহতদের একজন জুবায়ের জানায় সে রাতে দেখতে পায় কয়েকজন লোক অস্ত্র হাতে তাদের ঘরের ভেতর । তারা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘুমিয়ে পড়ার কথা বলে। তারপর কি হয়েছে সে আর কিছু বলতে পারেনা।
ধারণা করা হচ্ছে চোররর দল পূর্বপরিকল্পিত চুরির উদ্যেশে অচেতন করার জন্য নেশা জাতীয় দ্রব্যের সাহায্যে এ কাণ্ড ঘটিয়েছে।
তবে তাদের ঘরের মূল্যবান কোন জিনিসপত্র চুরি হয়েছে কিনা তা তারা এখনো নিশ্চিত করে বলতে পারেননি।
বিষয়টি চাদঁপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচাজ মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কবির হোসেন মিজি [/author]
: আপডেট ৬:৪০ পিএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ