চাঁদপুর সদর

চাঁদপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ গুরুতর আহত ৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দুই সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে ২ চালক সহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

২৮ মার্চ রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন কেতুয়া গ্রামের আব্দুল করিম মিজির  ছেলে মোঃ মহসিন মিজি (৬০), শো ফরমালি এলাকার আব্দুল হামিদ খানের ছেলে সিএনজি স্কুটার চালক ইব্রাহিম খান (৪০), রাজারগাঁও এলাকার ইদ্রিস ভূঁইয়ার ছেলে চালক বিল্লাল ভূঁইয়া (৫৫) ও সিএনজি  যাত্রী মাসুদ (২৭)। এছাড়াও আরো ২/৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। 

স্কুটার চালক বিল্লাল মিয়া জানান, তিনি রোববার দুপুরে যাত্রী নিয়ে চাঁদপুরের দিকে আসছিলেন। সিএনজি স্কুটারটি কুমারডুগী এলাকায় আসলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা  অন্য একটি সিএনজি স্কুটার ওভারটেক করতে গিয়ে তার সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এতে সে সহ স্কুটারে থাকা ৩ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন।

ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

প্রতিবেদকঃকবির হোসেন মিজি,২৮ মার্চ ২০২১

Share