চাঁদপুরে দুই লাখ মিটার কারেন্টজালসহ আটক ১৫

চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের অভিযানে প্রায় দুই লাখ মিটার কারেন্টজাল ও ১০৬ কেজি ইলিশ জব্দসহ ১৫ জেলেকে আটক করা হয়েছে। আজ শনিাবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসার নেতৃত্বে চাঁদপুর নৌ-সীমানার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানে দুই লাখ পাঁচ হাজার মিটার কারেন্টজাল, ১০৬ কেজি ইলিশসহ একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এদিকে অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান গুরুতর আহত হন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা বলেন, ‘মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর মধ্যেও কিছু বেপরোয়া অসাধু জেলে নদীতে নেমে মাছ ধরছে। জেলেরা যাতে কোনোভাবেই ইলিশ ধরতে না পারে সবসময় আমাদের নজর রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি কাজী মেশকাতুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনসহ জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-বাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২২ অক্টোবর ২০২২

Share