চাঁদপুরে শনিবার দুই দফায় আরো ৩৫জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ১০জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ৬জন, কচুয়ার ৫জন ও শাহরাস্তির ৪জন রয়েছেন। হাজীগঞ্জে নতুন শনাক্তকৃতদের মধ্যে উপসর্গে মৃত কামরুন নাহার (৫৪)ও রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৬৮জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়,১৮ জুলাই শনিবার দুই দফায় ৬৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৫টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৩৪টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৫২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৪৮জন, ফরিদগঞ্জে ১৭৩জন, মতলব দক্ষিণে ১৬৬জন, শাহরাস্তিতে ১৪৯জন, হাজীগঞ্জে ১৪১জন, হাইমচরে ১১২জন, মতলব উত্তরে ১০৪জন ও কচুয়ায় ৬৪জন।
জেলায় মোট ৬৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শনিবার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৫৮৫০টি। রিপোর্ট এসেছে ৫৭৩১টি। রিপোর্ট অপেক্ষমান ১১৯টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৪৫৭জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮১২জন। চিকিৎসাধীন আছেন ৫৭৭জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫০১জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৭৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২২জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯০৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৫২৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৬৬জন।
করেসপন্ডেট, ১৮ জুলাই ২০২০