চাঁদপুর শহরের পালবাজার এলাকায় জেনিথ সুইটস অ্যান্ড বেকারি নামে একটি প্রতিষ্ঠানের দইয়ের মধ্যে চুল ও পোকা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুই ডিম বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ আগস্ট শনিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ডিমের দাম ক্রয়সীমায় রাখতে বাজার তদারকি করে ভোক্তা অধিদপ্তর। এসময় শহরের পুরান বাজার ও পাল বাজার এলাকায় ডিমের আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাদের দোকানে অভিযান চালানো হয়।
এ কর্মকর্তা আরও বলেন, অভিযানে মূল্য তালিকা, ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার চেক করা হয়। এর মধ্যে মূল্য তালিকা না থাকায় দুই ডিমের দোকান মেসার্স কাউছার ট্রেডার্সকে তিন হাজার টাকা ও ভাই ভাই ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দইয়ে পোকা ও চুল পাওয়ায় জেনিথ সুইটস ও বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট, ১২ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur