Home / চাঁদপুর / চাঁদপুরে দুই অটো চালকের দ্বন্দ্বে প্রাণ গেলো কাঠমিস্ত্রির
প্রাণ গেলো কাঠমিস্ত্রির

চাঁদপুরে দুই অটো চালকের দ্বন্দ্বে প্রাণ গেলো কাঠমিস্ত্রির

চাঁদপুরে দুই অটো চালকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে রহমান গাজী নামে এক কাঠমিস্ত্রি করুন মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত রহমান গাজী ছোট ভাই জাহাঙ্গীর গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার চাঁদপুর শহরের পুরানবাজার দোকান ঘর এলাকায় দুই অটোচালক আলমগীর ও তাফুর মধ্যে যাত্রী উঠানোকে নিয়ে মারামারির ঘটনা ঘটে।

সে সময় কাঠমিস্ত্রি রহমান গাজী তাদেরকে ছাড়াতে গেলে অটোচালক তাফুর সাথে থাকা ১৫/১৬ জন সহযোগী অস্ত্র নিয়ে হামলা চালায়।এসময় কাঠমিস্ত্রি রহমান গাজীকে ছুরি দিয়ে পেটে আঘাত করে।

গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আর অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে।

ঘটনার পরই এর সাথে জড়িত ৪ জনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।পুলিশ ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মারামারি মামলা দায়ের করলে আটককৃতদের আদালতে প্রেরণ করে।

পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর জাহাঙ্গীর আলম জানান,মারামারির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আটক চারজনকে আদালতে প্রেরণ করা হয় তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছে।

কাঠমিস্ত্রি রহমান গাজীর মৃত্যু হওয়ায় পুনরায় হত্যা মামলা দায়ের করা হবে।

মামলার বাদী জাহাঙ্গীর গাজি জানায়,ভাইয়ের দোকানের সামনে অটোচালকের মারামারির ঘটনাটি ছাড়াতে গেলে ছুরিকাঘাতে তারে করুণ মৃত্যু হয়েছে।এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এটাই আমাদের সকলের দাবি।

নিহত রহমান গাজীর লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে চাঁদপুরে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাজহারুল ইসলাম অনিক