চাঁদপুরের ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পীগোষ্ঠীর (২০১৮-১৯) দু’বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকাল ৯ টায় পুরানবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান পরিচালক মাও: নাছিম হাসান আনসারীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মুহাঃ বাহাউদ্দীন বাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মুহাঃ সিদ্দীকুর রহমান ঢালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মহসিন হোসেন, দীপ্তস্বর শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম, কোড়ালিয়া পীর বাদশা মিয়া জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা জামাল উদ্দীন, পোর ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন দীপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ফরিদগঞ্জ শাখার পরিচালক মুহাঃ ইমদাদুল হক, জাহিদ হাসান, সালমান ফার্সী, ফিরোজ আহমেদ, আসিকুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে দীপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২০১৮-১৯ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষনা করা হয়।
নবগঠিত কমিটি : প্রধান উপদেষ্টা জনাব মুহা: সিদ্দীকুর রহমান ঢালী, পৃষ্টপোষক মাওঃ তোফায়েল আহমেদ, চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম, প্রধান পরিচালক মাও: নাছিম হাসান আনসারী, নির্বাহী পরিচালক মুহাঃবাহাউদ্দীন বাহার, সংগীত পরিচালক আবু ফরহাদ সাকী, সহ সংগীত পরিচালক নাঈমুল ইসলাম ফরিদ, মুহাম্মদুল্লাহ গাজী, প্রচার পরিচালক হাবীবুর রহমান নুরী, কেরাত পরিচালক গোলাম রাব্বী, থিয়েটার পরিচালক আল আমিন, মিডিয়া পরিচালক মাছুম বিল্লাহ, শিশু কিশোর সংগীত পরিচালক আব্দুল্লাহ।
প্রতিবেদক : স্টাফ করেসপন্ডেন্ট