চাঁদপুরের খলিশাডুলি দারুল কুরআন মহিলা মাদ্রাসার নতুন বভন উদ্বোধন উপলক্ষ্যে শনিবার (০২ জুলাই) বিকেলে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
দারুল কুরআন মহিলা মাদ্রাসার পরিচালক মাও.শামছুদ্দিন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ডা. শেখ মহসিন, মো.ওমর ফারুক খান তুহিন, খলিশাডুলি দারুল উলুম মাদ্রাসার সাধারন সম্পাদক মো. ওমর ফারুক, মো. নজরুল ইসলাম ঢালি, মো.সোহেল খান, মো.মজিবুর রহমান খান, মো. আমিন খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বক্তারা বলেন, ‘পুরুষদের দ্বীনি শিক্ষার অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে কিন্তু নারিদের জন্য পর্যাপ্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় নারি সমাজ আজ কুরআন শিক্ষা গ্রহণ করতে পারছে না। তাই আমাদের এলাকায় মাদ্রাসাটি হওয়াতে আমরা সবাই অনন্দিত। আমরা সবাই মাদ্রাসাটির প্রতি সর্বদা সুদৃষ্টি রাখবো। সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য অাদর্শ শিক্ষায় শিক্ষিত মায়ের একান্ত প্রয়োজন। ’
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খলিশাডুলি দারুল উলুম মাদ্রাসার মুহতামিত মাও. মু. মিজানুর রহমান।
প্রতিবেদক- আহম্মদ উল্যাহ
।। আপডেট ১০:১৮ পিএম,০২ জুলাই ২০১৬,শনিবার
এইউ