Thursday, May 21, 2015 10:43:32 PM
আশিক বিন রহিম :
চাঁদপুর শহরে দিন দিন বিভিন্ন ধরনের যানবাহনে সংখ্যা বেড়েই চলছে। আর এর মধ্যে অধিকাংশ বাস, সিএনজি, অটোরিক্সা ও মোটর সাইকেলসহ সব যানবাহনের নির্দিষ্ট কাগজপত্র নেই। এসব ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা সার্কিট হাউজের সামনে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসানো হয়। এসময় বাস, সিএনজি, অটোরিক্সা ও মোটর সাইকেল থামিয়ে প্রয়োজনীয় যাচাই-বাচাই করে ক্রটিপূর্ণ যানবাহন থেকে জরিমানা আদায় করা হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে বেশ ক’টি যানবাহন থেকে মোট ৬ হাজার ৪’শত টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ।
তিনি বলেন, ‘যেসকল যানবাহন থেকে জরিমানা করা হয়েছে। তারা যদি পরবর্তীতে তাদের গাড়ির কাগজপত্র ঠিক না করে তাহলে পরবর্তীতে তাদের সকলকে ভ্রাম্যমাণ আদালতে আরো কঠিন শাস্তি প্রদান করা হবে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।