শরীফুল ইসলাম :
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোকন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছল হক মন্টু পাটওয়ার, অ্যাড. মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বাবু, এস এম শাহআলম রবিন, মফিজুল ইসলাম পাটওয়ারী, নূরে আলম রনি, সদস্য মনির হোসেন, আজহারুল ইসলাম টিটু, এনায়েত হোসেন ভূঁইয়া, খোকন মিয়া ও শরীফ হোসেন প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে পুনরায় নির্বাচিত করে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলের প্রত্যেককে খেয়াল রাখতে হবে খুব সুশৃঙ্খলভাবে জনগনের নিকট ভোট চাওয়া। আমি চাই আমাদের নেতাকর্মীরা মেয়রের পক্ষ হয়ে কাজ করবে। এ নির্বাচনকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ এ নির্বাচনের মাধ্যমে আমরা তাদের বুঝিয়ে দিতে চাই জনগন আপনারা বিএনপি ও জামাতকে সমর্থন করে না। চাঁদপুর শান্তিপূর্ণ এলাকা। এখানে ভালো লোক বসবাস করে। আমরা এ শহরে কোন রকম বিশৃঙ্খলা নোংরামী সহ্য করবো না। বর্তমানে বিএনপি জামাত রাজনীতির নামে পেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। আওয়ামী নেতাকর্মীরা মানুষ হত্যা কখনোই বরদাস্ত করবে না। তাদের এই অপশক্তি রুখে দিতে রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।