চাঁদপুরে তিন বোটসহ চার জেলে, জাটকা ও ইলিশ জব্দ

চাঁদপুরে তিনটি বোটসহ চার জেলেকে আটক করেছে কোস্টগার্ড, সেই সাথে বিপুল পরিমাণ জাটকা ও ইলিশ জব্দ করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এস এম হোসেন-এর অপারেশন দল কর্তৃক বৃহস্পতিবার রাতে চাঁদপুর মোহনায় অভিযান চালিয়ে এমভি জামাল-১ হতে ৪০০ কেজি ইলিশ (আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা) ও ১২০ কেজি জাটকা (আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা )।

অন্যদিকে আজ শুক্রবার চাঁদপুর মোহনায় অভিযান চালিয়ে ৩টি বোট এবং ৪ জন জেলে আটক করা হয়। জব্দকৃত ইলিশ, জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং ৩ টি বোট ও আটককৃত ৪ জন জেলের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিকট হস্তান্তর করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে জেলেদের প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ৩ টি বোট মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় ।

||আপডেট: ০৬:১৩  অপরাহ্ন, ০১ এপ্রিল ২০১৬, শুক্রবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share