Home / চাঁদপুর / চাঁদপুরের তিন ফার্মেসিকে জরিমানা : মেয়দোত্তীর্ণ ওষুধ বিনষ্ট
চাঁদপুরের তিন ফার্মেসিকে জরিমানা : মেয়দোত্তীর্ণ ওষুধ বিনষ্ট

চাঁদপুরের তিন ফার্মেসিকে জরিমানা : মেয়দোত্তীর্ণ ওষুধ বিনষ্ট

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুদ পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরা মনি এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিরা মনি বলেন,‘ বিষ্ণুদী রোডের বন্ধু ফার্মেসিকে ১ হাজার ৫ শ’টাকা, মজুমদার ফার্মেসিকে দু’হাজার এবং ডায়াবেটিক হাসপাতালের সামনের ইনসাফ মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে আগুনে পোড়ানো হয়। তাদের ড্রাগ লাইসেন্স নবায়ন করার জন্যে সময় দিয়ে সতর্ক করে দেয়া হয়েছে।’

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ঔষধ তত্ত্বাবধায়ক) মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ২০ পিএম, ২৩ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply