চাঁদপুর

চাঁদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরতে চাঁদপুরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ শুরু হয়েছে।
রোববার ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা চাঁদপুর স্টেডিয়াম চত্বরে, হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এবং হাইমচর উপজেলা অডিটোরিয়ামে একযোগে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় একটি বাড়ি একটি খামার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফলতা তুলে ধরা হয়।

চাঁদপুর সদর উপজেলায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ১৯৮৫সালে মানুষের হাতে যেই উন্নয়নের ছোয়া ছিলো, তার চেয়ে ৩০গুন বর্তমানে বৃদ্ধি পেয়েছে। দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন লাভ করেছে বাংলাদেশের বর্তমান সরকার। পূর্বে মানুষের হাতে হারিকেন দেখা যেতো। বর্তমানে প্রতিটি ঘরে বিদ্যুৎ দেখা যাচ্ছে। এসির বাতাসের জন্য মানুষ বিভিন্ন স্থানে গিয়ে দেখতো মনে হতো যেনো রুপকথার রাজ্যে প্রবেশ করেছে। বর্তমানে প্রতিটি অফিস-আদালত, হোটেল গুলোতে এসি দেখা যাচ্ছে। দেশ উন্নয়নের ছোয়া লেগেছে। আগে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎতের লোড শেডিং দেখা দিতো, রাতে ঘুমাতে পারতো না সাধারন মানুষ। বর্তমানে লোড শেডিং দেখা যায় না। শুধু মাত্র বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারনে কিছুটা লোডশেডিং দেখা যায়। ১৯৮৫ সালে মানুষের হাতে মোবাইল ফোন তেমন দেখা যেতো না। বর্তমানে সকলের হাতে মোবাইল ফোন দেখা যায়। ২০৪১ সাল নয় ২০৩০ সালের মধ্যেই দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানে সভাপত্বিতে ও জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লবেন্স চিরানে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামছুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসাঈন, এল জি ডি অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী রিপন রায়, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আলী আকবর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান চাকমা এবং ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের প্রমাণ্যচিত্র তুলে ধরেন পুরানবাজার কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন উপজেলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অন্যদিকে হাজীগঞ্জে মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আ. রশিদ মজুমদার ও হাইমচরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. সরোয়ার কামাল।

|| আপডেট: ১১:৫১ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০১৫, রোববার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share