চাঁদপুর

চাঁদপুরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী

আশিক বিন রহিম || আপডেট: ০৯:৪৫ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

৩দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’র সফল সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় চাঁদপুর স্টেডিয়াম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের সাথে সমানতালে তাল মিলিয়ে। আমরা এখন আর পিছিয়ে নেই। যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির সুবিধা এখন মানুষের হাতের নাগলে চলে এসেছে। প্রযুক্তির এ যুগে আমরা এখন শুনে নয়, সব কিছু দেখে বিশ্বাস করতে পারি। বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগ ছিলো ‘ডিজিটাল বাংলাদেশ’ শব্দটি। বিদুৎ যেমন আধুনিক সভ্যতার প্রাণ শক্তি। তেমনি তথ্য-প্রযুক্তির যুগে ডিজিটাল শব্দটি হচ্ছে প্রাণ শক্তি। সরকার বাংলাদেশকে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপ দিতে পেরেছেন। এতে করে দুর্নীতি অনেকাংশে কমে এসেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হচ্ছে। আমাদের দেশেও এখন উড়াল সেতু হচ্ছে। আগে ঢাকার শহরে বাসের সংখ্যা ছিলে বেশি। আর এখন প্রাইভেট বেশি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রেল লাইনের মতো রাস্তা খুঁজে পেয়েছে। আসুন আমরা দলমত নির্বিশেষ এই উন্নয়নের সাথে একাত্মতা হই। কারণ দেশের উন্নয়ত হলে শুধুমাত্র আওয়ামী লীই লাভবান হবে না, পুরো বাংলাদেশ উন্নত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফর রহমানের সভাপ্রতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ’র পরিচালনায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান (চাকমা), প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান।

আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share