চাঁদপুরে তিনতলা থেকে পড়েও প্রাণে বেঁচে গেলো দু’বছরের শিশু

‎Tuesday, ‎July ‎21, ‎2015  09:56:05 PM

শরীফুল ইসলাম :

চাঁদপুর শহরের পুরাণবাজার মোম ফ্যাক্টরির কাছে তিনতলাবিশিষ্ট একটি বাড়ির ছাদ থেকে পড়েও প্রাণে বেঁচে আছে ফরহাদ (২) নামের একটি শিশু।

২০ জুলাই সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝির বাড়ির ভাড়াটিয়া শ্রমিক মো. শাহাদাত হোসেনের ছেলে।

ওই এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান জানান, ‘সন্ধ্যায় শিশুটিকে কোলে করে তার দাদি বাড়ির ছাদে ওঠেন। এসময় তিনি শিশুটিকে কোল থেকে নামিয়ে একটু অন্যদিকে তাকান। এই ফাঁকে কাক দেখে ধরতে গিয়ে শিশুটি ছাদের রেলিংয়ের ফাঁকা দিয়ে নিচে একটি ঘরের টিনের চালার ওপর পড়ে যায়। এসময় দাদির চিৎকার শুনে শিশুটির চাচা সুমন চাল থেকে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক চাঁদপুর টাইমসকে জানান, ‘শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শিশুটির ডান হাত ভেঙে গেছে।’

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/এমআরআর/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share