চাঁদপুর

চাঁদপুরে তামাক নিয়ন্ত্রণে ইপসা’র কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরে তামাক নিয়ন্ত্রন আইন প্রনয়নে ব্যসরকারি সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন (ইপসা)’ র আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধাণ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবৃুর মন্ডল। তিনি বলেন, সমাজে মাদকের ছড়াছড়ি। জনগন আগের তুলনায় অনেক সচেতন হয়েছেন। এখন আর লঞ্চ, স্টীমার, বাস, ট্রেনে সিগারেট খায় না। জানুয়ারী মাস থেকে চাঁদপুরে মাদক নির্মূলের জন্য প্রশাসন কাজ করছে। সমাজ থেকে মাদক দূর করতে পারলেই আইন বাস্তবায়নে সহজ হবে।

জেলা সির্ভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার প্রকৌশলী ওহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে প্রর্দশণীর মাধ্যমে তুলে ধরেন ইপসা’র টিম লিডার নাসিম বানু।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম, ইসপা’র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হায়দার, প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুল আলম, হিসাব কর্মকর্তা লুৎফর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম অনিক

আপডেট ৪:১২ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

ডিএইচ

 

Share