বাঙালি মানেই ইলিশপ্রিয় জাতি। ইলিশলোভী বললেও অত্যুক্তি হবে না।
কিন্তু গত সোমবার এ লোভকে বিসর্জন দিয়ে ১২ টন ইলিশকে মাটিতে পুঁতে ফেলেছেন বঙ্গোপসাগরীয় দ্বীপ কাকদ্বীপের অক্ষয়নগরের বাঙালিরা।
জাটকা বা ছোট ইলিশ না ধরতে এমন সচেতনার দৃষ্টান্ত দেখাল ভারতের হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিতালিতে অবস্থিত এ কাকদ্বীপ।
গত রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ছোট ইলিশ বোঝাই কাকদ্বীপের অক্ষয়নগরবাসী ৭টি ট্রাক আটক করেন।
ইতিপূর্বে ব্যবসায়ীরা আটককৃত মাছ নিলামে খোলাবাজারে কমমূল্যে বিক্রি করে দিলেও এলাকাবাসীর ভয়ে কোনো ব্যবসায়ী নিলামে যোগ দেননি।
কেননা ছোট ইলিশ আর কখনও কিনবেন না জানিয়ে এসব ইলিশ বিক্রয়কারীকে আইনের হাতে তুলে দেয়ার কথা জানিয়েছিলেন অক্ষয়নগরের বাসিন্দারা।
আর সে কারণে গত সোমবার কেউ না কেনায় অক্ষয়নগরে উদ্ধারকৃত ১২ টন ইলিশ (৯ ইঞ্চির চেয়ে ছোট) মাটিতে পুঁতে ফেলা হয়।
উল্লেখ্য, বরাবরের মতো এবারও মৎস্য অধিদফতরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাপক হারে ছোট ইলিশ ধরছেন উপকূলীয় জেলেরা।
তাই সাধারণ মানুষকে এসব মাছ না কিনতে সচেতন করে আসছে ভারতীয় প্রশাসন। সূত্র: জি নিউজ।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur