চাঁদপুর

চাঁদপুরে তরমুজের দাম বৃদ্ধিতে ভোক্তা অধিকারের অভিযান

চাঁদপুরে ব্যাপক হারে তরমুজের দাম বৃদ্ধিতে অভিযানে মাঠে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে খোলা বাজারের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

এসময় চাঁদপুর শহরের ওয়ারলেস, বাস স্ট্যান্ড, পালবাজার, কালীবাড়ি শপথ চত্বর, বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন।

অভিযানে বিভিন্ন ফল ব্যবসায়ী ও তরমুজ ব্যবসায়ীদেরকে কেজিতে তরমুজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করেন। এমনকি কোনো ব্যবসায়ী কেজি দরে তরমুজ বিক্রি করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

এছাড়াও বিভিন্ন ঔষধের দোকান এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর ওপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকার নিউ লাচ্ছা সেমাই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ২ হাজার টাকা ও চাঁদপুর শহরের গাজী ফার্মেসী ও আখন ফার্মেসিকে ১ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে তিন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রতিবেদকঃকবির হোসেন মিজি

Share