চাঁদপুরে তনু হত্যার বিচারের দাবিতে ছাত্রসেনার মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে কিছু নরপশু কর্তৃক ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর শহর শাখা। শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-আমিন সাকী প্রমুখ। বক্তারা সোহাগী জাহান তনুর এমন নৃশংস হত্যাকা-ের সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে ফাঁসিতে ঝুলাতে আহ্বান জানান। এ ব্যাপারে প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পীকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

 

About The Author

মাজহারুল ইসলাম অনিক

 

নিউজ ডেস্ক : আপডেট ০২:০০ এএম, ২৬ মার্চ ২০১৬, শনিবার

ডিএইচ

Share