Home / উপজেলা সংবাদ / চাঁদপুরে তথ্য-বাতায়ন বিষয়ক কর্মশালা
চাঁদপুরে তথ্য-বাতায়ন বিষয়ক কর্মশালা

চাঁদপুরে তথ্য-বাতায়ন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :

তথ্য বাতায়ন, ই-ফাইল ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা বুধবার সকালে চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে কর্মশালায় নির্ধারিত বিষয়ের ওপর প্রবন্ধ পাঠ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন শবনম ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাজী মো. মহসীন উজ্জ্বল।

আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র ডেপুটি সেক্রেটারি মামুনুর রশিদ ভূঁইয়া, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মো. মাকসুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামরুন্নাহার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাসুদ আলম, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শরীফ চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় বক্তারা জানান, ২০১৮ সাল নাগাদ দেশের সব সরকারি অফিস ই-ফাইলের আওতায় চলে আসবে। আর তা হলে চিঠি চালাচালি করে সময়ক্ষেপণ কমবে এবং জনসাধারণও ঘরে বসে আরো সহজে সরকারি সেবাসমূহ ভোগ করতে পারবে।

 

আপডেট :   বাংলাদেশ সময় : ০২:১৮ অপরাহ্ন, ২৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ০৮ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি