Home / চাঁদপুর / চাঁদপুরে অভিযানকালে ম্যাজিস্ট্রেটের ওপর জাটকা জেলেদের হামলা
চাঁদপুরে অভিযানকালে ম্যাজিস্ট্রেটের ওপর জাটকা জেলেদের হামলা

চাঁদপুরে অভিযানকালে ম্যাজিস্ট্রেটের ওপর জাটকা জেলেদের হামলা

তথ্য অধিকার বাস্তবায়ন বিষয়ে চাঁদপুর জেলা পর্যায়ের উপদেষ্টা কমিটির সভা রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের রহমানের সভাপতিত্বে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও কার্যবিবরণীতে কোন সংশোধনী না থাকায় তা সর্বম্মতিক্রমে দৃঢ়করণ করা হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্য জানা মানুষের অধিকার। জনগণের নিকট তথ্য নিশ্চিত করনের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৯ সালে আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন সম্পর্কে জনগনের অবহিত করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে প্রচারণা অব্যাহত রাখতে হবে।
তথ্য অধিকার বাস্তবায়ন বিষয়ক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন প্রমুখ।

: আপডেট ৪:১৬ পিএম, ১৩ মার্চ ২০১৬, রোববার

ডিএইচ