চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩

চাঁদপুরে সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বাসভবনের সামনে পৌরসভার ড্রেনের ম্যানহোলে গ্যাস বিস্ফোরণের মা-ছেলেসহ ৩ জন আহত হয়েছে। রোববার (১৮ মে) দুপুর ১টায় শহরের কদমতলা এলাকায় পৌরসভার আবাসিক ভবনের সামনে পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন, তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো. রাহিম (৮)। আহতদের সবাই পথচারী ছিলেন। ‌

আহত তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। আহত তাদের ছেলে রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং ওই মাদরাসার একই বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় মো. সাইফুল ইসলাম, বাঁধনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১টার দিকে হঠাৎ করে মাদরাসা ছুটির পর আহত তন্নী আক্তার, তার ছেলে রোহান এবং রাহিমকে নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে জমে থাকা বায়োগ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনই কম-বেশি আহত হন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার পর, খবর পেয়ে সাথে সাথেই চাঁদপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ঘটনাযস্থলে ছুটে আসেন। পাশাপাশি চাঁদপুর পৌরসভার কর্মকর্তারা ঘনরস্থল পরিবেশন করেন।

উল্লেখ্য : চাঁদপুর পৌরসভার অর্থে নির্মিত আবাসিক এই ভবনের দ্বিতীয় তলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি এ বাড়িতে থেকে রাজনীতিক কর্মকান্ড পরিচালনা করতেন। ভবনটির পাশে নির্মাণাধীন (পরিত্যক্ত) অবস্থায় রয়েছে চাঁদপুর পৌর অডিটোরিয়াম।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ মে ২০২৫