চাঁদপুরে মাধ্যমিক শিক্ষকদের সাথে ডিসি’র মতবিনিময় সভা
বিদ্যালয়ের শিক্ষাথীদের পড়াশোনার মান বাড়াতে চাঁদপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা করা হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশীয় সংষ্কৃতি তুলে ধরে, ক্লাব ভিত্তিক বিজ্ঞান প্রতিযোগিতায় গুরুত্ব দিতে হবে। এছাড়া শিক্ষকদের নিয়মিত ও সময়মত বিদ্যালয়ে যাওয়া-আসার উপর গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি।
জেলা মাধ্যমিক শিক্ষা কমকতা মোহাম্মদ রুহুল্লাহ’র সভাপতিত্বে জেলার সকল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
২৭ নভেম্বর ২০২৫