‘চাঁদপুরে কোন ফলকে ডিসি’র নাম বসবে না’
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর অনেক সুন্দর, আছে তার নদী, আছে তার মুক্তিযোদ্ধা, আছে তার চর, আছে তার সুন্দর স্বপ্নের শহর, জেলার ৫টি আসন এবং ৮ উপজেলাকে আমি মাঝে মাঝে বলে ফেলি সিঙ্গাপুর। তবে একটা জিনিসের অভাবে আছে। সেটা হচ্ছে মনের অভাব। আমাকে এবং এসপিকে কেন বলা হবে এই সমস্যা দূর করতে হবে। আজকে কেন আমাদেরকে মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শুনতে হলো।
তিনি বলেন, আপনার বলবেন আমরা এটা পেয়েছি, আমি এটুকু করে দিতে চাই। কিন্তু আমি সেই সাহস পাইনা। আমাকে কেন আরো ৫টা লোক পিছনে টেনে ধরে। বলে একটু দেখে হাঁটেন, গত ইতিহাস ভালো না। প্লিজ ইতিহাস আর নষ্ট কইরেন না, আমার অনুরোধ।
ডিসি বলেন, চাঁদপুরে কোন ফলকে ডিসি নামজমুল ইসলামের নাম বসবে না। বসবে জেলা প্রশাসক, চাঁদপুর। কারণ জেলা প্রশাসক চাঁদপুর আপনার, নাজমুল ইসলাম সরকার আপনার না। আমি ঘোষণা দিয়েছি ফুল দিয়ে আমাকে বরণ করার দরকার নেই।
জেলা প্রশাসক বলেন, আমি কথা বলেছি আপনাদের সন্তানদের রাত ৮টার পর বাহিরে রাখবেন না। আপনারা দেখেছেন যে পরিবার বাবার কথায় সব চলে, সেই পরিবার সুন্দর। যে পরিবারে প্রতিদিন দুই বেলা একসাথে খাবার খায়, সেই পরিবার সুন্দর থাকে। এখনকার পরিবারগুলো সবাই আলাদা থাকে। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ডাক দিলে বলে ব্যস্ত আছি।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিদায় পূর্বে চারপাশ একটু সুন্দর করে যান। পরিবারের সদস্যদের আদেশ করতে পারবেন না। কারণ এখন ওই ধরণের পরিস্থিতি নেই। তাদেরকে ডেকে বুঝাতে পারবেন। এসব কাজগুলো করতে পারলে আমাদের শহিদদের আত্মত্যাগসহ সবকিছু স্বার্থক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, ডাঃ সৈয়দা বদরুন্নাহার সহ অন্যান্য অতিথিরা।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৬ ডিসেম্বর ২০২৫