চাঁদপুরে ডিবি পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়ার গত ৮ মে বৃহস্পতিবার সকালে যােগদান করেছেন। রনজিত কুমার বড়ুয়া ১৯৯১ সালে পুলিশে যােগদান করেন।
তিনি এই পর্যন্ত ফেনী, কক্সবাজার সদর, চকরিয়া, কক্সবাজারের মহেশখালী, টেকনাফ, পাহাড়তলী থানা, নোয়াখালী জেলার কবিরহাট থানায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে পুলিশের ওসি হিসেবে চাকুরি করেন।
পারিবারিক জীবনে তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার মেয়ে এমবিবিএস অধ্যায়নরত, ছেলে চট্টগ্রাম সরকারি কলেজে একাদশ শ্রেণির ছাত্র।
সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করে রনজিত কুমার বড়ুয়া বলেন, দেশের বিভিন্ন জেলায় পুলিশে চাকরি করেছি, আমার চাকরি জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। চাঁদপুর জেলায় ডিবি পুলিশের কার্যক্রম এগিয়ে নিতে আপনারা আমাকে সবাই সহযােগিতা করবেন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur