চাঁদপুর গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযানে ফাঁকা হয়ে গেলো সড়ক ও দোকান পাট। এ সময় মাইকিং করে বিভিন্ন দোকান ও বিপণিবিতানগুলো বন্ধ করে দেয়। একই সঙ্গে যারা অপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে শহরে নেমেছেন, তাদের দ্রুত বাসাবাড়িতে চলে যেতে বলা হয়।
১৭ মে রোববার দুপুর ১২টায় শহরের ইলিশ চত্বর, শপথ চত্বর, কোর্ট স্টেশন, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, জে এম সেনগুপ্ত সড়ক এবং পালবাজার এলাকায় জনসমাগম এড়াতে সাঁড়াশি অভিযানে নামে জেলা ডিবি পুলিশের একাধিক দল।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, আগামীকাল সোমবার ভোর থেকে শহরে সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। যাতে কোনো মানুষ বিনা প্রয়োজনে শহরে প্রবেশ করতে না পারে। তবে ওষুধসহ অতিপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে যৌক্তিক কারণ দেখিয়ে যে কেউ শহরের সড়কে বের হতে পারবেন।
এমন পরিস্থিতিতে চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শাহ্ কামালের নির্দেশে আগামীকাল সোমবার থেকে আরো কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এর আগে করোনার বিস্তার রোধে গত ৮ এপ্রিল গোটা চাঁদপুর জেলায় লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে চাঁদপুর জেলায় এখন পর্যন্ত সরকারি কর্মকর্তা, পুলিশসহ ৭০ জন করোনা পজিটিভে আক্রান্ত হন। এরমধ্যে চারজন মারা যান।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur