Home / চাঁদপুর / চাঁদপুরে ডিবি অভিযানে ৬৯ পিচ ইয়াবাসহ আটক ৩
চাঁদপুরে ডিবি অভিযানে ৬৯ পিচ ইয়াবাসহ আটক ৩

চাঁদপুরে ডিবি অভিযানে ৬৯ পিচ ইয়াবাসহ আটক ৩

শাওন সাহা, চাঁদপুর :

চাঁদপুর জেলা ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযানে ৬৯ পিচ ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন মঙ্গলবার চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর শহরের গুয়াখোলা রোডস্থ কোড়ালিয়া এলাকা থেকে ৯ পিচ ইয়াবাসহ দুলাল সাহা (২৫ কে আটক করে। আটককৃত দুলাল সাহা একই এলাকার গৌর নিতাই সাহার ছেলে।

পৃথক আরেকটি অভিযানে ফরিদগঞ্জের মদনের গাঁও থেকে মজিবুর রহমান (৩০) কে ২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে চাঁদপুর ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর সঙ্গিয় ফোর্স নিয়ে উত্তর শ্রীরামদী যমুনা রোড এলাকা থেকে আল-আমিন মাঝি (২৫) কে ৩৫ পিচ ইয়াবসহ আটক করা হয়। আটককৃত আল-আমিন মাঝি উত্তর শ্রীরামদী এলাকার নান্নু মিয়ার ছেলে।

এদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আপডেট:   বাংলাদেশ সময় : ১০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ পূর্বাহ্ণ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না