Home / চাঁদপুর / চাঁদপুরে ডিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক ৩
চাঁদপুরে ডিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

চাঁদপুরে ডিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ৫২পিচ এ্যামপল ইনজেকশন, ১৩ কেজি গাজা ও গরু চোরসহ ৩জন আটক করা হয়েছে। বুধবার (০২ মার্চ) বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর, হাজীগঞ্চ, কচুয়া ও শাহরাস্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল খন্দকার ও এএসআই আহসানুজ্জামান লাবু।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ‘চুয়া খাজুরিয়া বাসষ্টেন্ড এলকায় বোগদাদ বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-৩৩৩৪) থেকে নাছির উদ্দিন পাটওয়ারী (৩৫) কে পিচ এ্যামপল ইনজেকশন সহ আটক করা হয়। অপরদিকে শাহরস্তি থেকে মোঃ হানিফ (৩০) কে ১৩ কেজি গাজাসহ আটক করা হয়। অন্যদিকে তরপুরচন্ডি এলাকা থেকে ১টি চোরা গরুসহ জামাল বেপারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

আপডেট ১১:১২ পিএম, ০২ মার্চ ২০১৬, বুধবার

ডিএইচ